ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এক উইকেট হলেই রশিদ খানের বিশ্বরেকর্ড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক উইকেট হলেই রশিদ খানের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত গতিতে ছুঁটে চলছেন রশিদ খান। সেই গতিতে একের পর রেকর্ড ভেঙে চলছেন আফগান এ স্পিনার।

এবার আন্তর্জাতিক ক্রিকেটে আর মাত্র এক উইকেট হলেই সবচেয়ে দ্রুত ১০০ উইকেট নেওয়ার রেকর্ড নিজের করে নেবেন তিনি। আজ বিশ্বকাপ বাছা্ইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে খেলতে নেমে একাই ৩ উইকেট নেন রশিদ খান। আর এক উইকেট পেলে আজই দ্রুততম বোলার হিসেবে ওয়ানডেতে শত উইকেটের রেকর্ড নিজের করে নিতে পারতেন। তবে তার এ রেকর্ড নিজের করে নেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।

ওয়ানডেতে ৯৯ উইকেট পেতে রশিদ খান ম্যাচ খেলেছেন মাত্র ৪২টি। ৫২ ম্যাচ খেলে ওয়ানডেতে দ্রুত শততম উইকেটের রেকর্ডটি নিজের করে রেখেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান এ পেসার ও আফগান স্পিনারের ম্যাচ ব্যবধান ১০টি। স্টার্কের আগে ৫৩ ম্যাচে সাকলায়েন মুস্তাক, ৫৪ ম্যাচে শেন বন্ড ও ৫৫ ম্যাচে ব্রেটলি ওয়ানডেতে শত উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।

রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়