ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পিএসএলের ফাইনালে নেই তামিম

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৬, ২৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিএসএলের ফাইনালে নেই তামিম

ক্রীড়া প্রতিবেদক: থাইল্যান্ড থেকে দ্রুতই দেশে ফিরবেন তামিম ইকবাল।

ইনজুরিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলা হচ্ছে না তামিম ইকবালের। নিদাহাস ট্রফির ফাইনাল শেষে তামিম গিয়েছিলেন লাহোরে। সেখানে খেলেছিলেন পিএসএলের প্রথম এলিমিনেটর ম্যাচ। মাহমুদউল্লাহদের কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ১ রানে হারানোয় তামিমদের পেশোয়ার জালমি খেলে দুই নম্বর এলিমিনেটর ম্যাচ।

কিন্তু ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি তামিম। করাচি কিংসকে হারিয়ে তাদের দল পেশোয়ার উঠেছে ফাইনালে। ২৫ মার্চ পিএসএলের ফাইনাল খেলবে পেশেয়ার ও ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু বাঁ হাঁটুর পুরনো ব্যাথা বেড়ে যাওয়ায় করাচির ফাইনালে খেলা হবে না দেশসেরা ওপেনারের।

প্রথম এলিমিনেটর ম্যাচ শেষে তামিম গিয়েছিলেন থাইল্যান্ডে। সেখানে বাঁ হাঁটুর পরীক্ষা-নিরীক্ষা করান। রিপোর্ট দেখার পর জাতীয় দলের ফিজিও চন্দ্রমোহন তামিমকে ১০ দিনের বিশ্রাম দিয়েছেন। দ্রুতই দেশে ফিরে তামিম বিশ্রামে থাকবেন। এরপর পূর্নবাসন প্রক্রিয়া শেষে ফিরবেন মাঠে।

পিএসএলে এবার হেসেছে তামিমের ব্যাট। বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে ৬ ম্যাচে করেছেন ১৬১ রান। গড় রান ৩২.২০, স্ট্রাইক রেট ১০৪.৫৪।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়