ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্বকাপের দুই মাস আগে জাপানের কোচ ছাঁটাই

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের দুই মাস আগে জাপানের কোচ ছাঁটাই

ভাহিদ হালিলহডজিক

ক্রীড়া ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর বাকি দুই মাস। তার আগে জাপানের কোচ ভাহিদ হালিলহডজিককে ছাঁটাই করা হয়েছে।

নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাপানের প্রাক্তন মিডফিল্ডার আকিরা নিশিনোকে। ৬৩ বছর বয়সি নিশিনো জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছেড়ে হালিলহডজিকের স্থলাভিষিক্ত হয়েছেন।

তবে নিশিনো তার খেলোয়াড়দের প্রস্তুত করতে সময় পাচ্ছেন মাত্র ১০ সপ্তাহ। আগামী ১৯ জুন ‘এইচ’ গ্রুপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে জাপান।

হালিলহডজিক জাপানের কোচের দায়িত্ব পেয়েছিলেন ২০১৫ সালে। তার আগে তিনি আলজেরিয়াকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে তুলেছিলেন। এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন করে জাপানকে এনে দেন রাশিয়ার টিকিট।

কিন্তু সোমবার হালিলহডজিককে বরখাস্ত করার কথা জানায় জেএফএ। এতে জাপানের বিশ্বকাপ প্রস্তুতি কিছুটা হলেও বাধাগ্রস্ত হলো। তার জায়গায় দায়িত্ব নেওয়া নিশিনো গাম্বা ওসাকাকে ২০১৫ জে-লিগ শিরোপা ও ২০০৮ এএফসি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছিলেন।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর সেনেগাল ও পোল্যান্ডের সঙ্গে খেলবে জাপান।

তথ্যসূত্র : ফোর ফোর টু।




রাইজিংবিডি/ঢাকা/৯ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়