ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেসবুক রাশিয়ার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে : জাকারবার্গ

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৭, ১১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুক রাশিয়ার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে : জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, ‘ফেসবুক সার্বক্ষণিক লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়ার অপারেটরদের বিরুদ্ধে, যারা সামাজিক যোগাযোগমাধ্যমটিকে শোষণ করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘এটি এক ধরনের অস্ত্র প্রতিযোগিতা। তারা (রাশিয়ার অপারেটররা) ফেসবুককে অপব্যবহারে সবসময় উন্নত পন্থা বের করছে।’

মঙ্গলবার যুক্তারাষ্ট্রের একটি আদালতে তথ্য গোপনীয়তা রক্ষায় ব্যর্থতাজনিত কলঙ্কের জবাবদিহিতায় জাকারবার্গ এ কথা বলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক রবার্ট মুয়েলার, যিনি ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত করছেন, ফেসবুক কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন। তবে জিজ্ঞাসাবাদের মুখে পড়া ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন না বলে জানান।

জাকারবার্গ বলেন, ‘বিশেষ পরামর্শকের সঙ্গে আমাদের কাজ গোপনীয় এবং আমি এই প্রকাশ্য সমাবেশে এটি নিশ্চিত করতে চাই যে, আমি ওই গোপনীয় ব্যাপারটি এখানে প্রকাশ করব না।’

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে গত ফেব্রুয়ারিতে মুয়েলারের কার্যালয় ১৩ রুশকে অভিযুক্ত করেন। অভিযুক্ত রাশিয়ার একটি প্রতিষ্ঠান হলো ‘ইন্টারনেট রিসার্চ এজেন্সি’ তারা ‘রাশিয়ান ট্রল ফার্ম’ নামে পরিচিত। অভিযোগে বলা হয়, ওই প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় বিতর্ক সৃষ্টির কৌশলগত লক্ষ্য ছিল।

মার্ক জাকারবার্গ আদালতকে জানান, ফেক অ্যাকাউন্ট চিহ্নিত করতে ফেসবুক এখন নতুন ‘টুল’ নিয়ে কাজ করছে।

তথ্য : বিবিসি ও রয়টার্স

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়