ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শ্রীলঙ্কার স্পিন বোলিং কোচ হতে পারেন মুশতাক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কার স্পিন বোলিং কোচ হতে পারেন মুশতাক

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার মুশতাক আহমেদ শ্রীলঙ্কার স্পিন বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন।

পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ হিসেবে বর্তমানে দায়িত্বে মুশতাক। এর আগে ইংল্যান্ডের স্পিনারদের কোচ ছিলেন তিনি। তাকে শ্রীলঙ্কায় পেতে আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। মুশতাকের লঙ্কানদের প্রতি আগ্রহ রয়েছে। ব্যাট-বলে মিলে গেলে চন্ডিকা হাথুরুসিংহের পর মুশতাক আহমেদকে লঙ্কান টিম ম্যানেজম্যান্টে দেখা যেতেও পারে।
 


এদিকে কুশল পেরেরা, দিনেশ চান্দিমালদের জন্য ফিল্ডিং কোচ খুঁজছে শ্রীলঙ্কা ক্রিকেট। নিক পোথাস তাদের দায়িত্ব ছেড়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বলছে, আগামী দুই মাসের মধ্যে স্পিন বোলিং কোচ ও ফিল্ডিং কোচ নিয়োগ দিতে পারবে তারা।

মুশতাক আহমেদ পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডে খেলেছেন। লেগ স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেয়েছেন টেস্টে ১৮৫টি ও ওয়ানডেতে ১৬১ টি। হাঁটুর ইনজুরির কারণে ২০০৮ সালে খেলা ছাড়েন। ওই বছরই ইংল্যান্ড দলের দায়িত্ব নেন। সফলতার সাথে ইংল্যান্ডের দায়িত্ব পালনের পর আইপিএলে দিল্লির সঙ্গে কাজ করেছিলেন ৪৭ বছর বয়সি মুশতাক। এখন পাকিস্তান দলের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন ধরে।

 

 

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়