ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুস্তাফিজদের হারের বৃত্ত ভাঙবে আজ?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ১৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুস্তাফিজদের হারের বৃত্ত ভাঙবে আজ?

মুম্বাইয়ের হয়ে দারুণ করছেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক : আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দারুণ বোলিং করছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসারের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও তার দল হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। বর্তমান চ্যাম্পিয়নরা হেরেছে নিজেদের প্রথম তিন ম্যাচেই, যাকে বলে হারের হ্যাটট্রিক!

আজ নিজেদের চতুর্থ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। মুস্তাফিজ-রোহিতদের হারের বৃত্ত ভাঙবে আজ?

আগে ব্যাট করে মুম্বাই তিন ম্যাচই হেরেছে শেষ ওভারে গিয়ে। সবশেষ দুটি ম্যাচ তো শেষ বলে! এর মধ্যে দুবার শেষ ওভার করেছেন মুস্তাফিজ। নায়ক হওয়ার সুযোগ থাকলেও বাঁহাতি পেসার শেষ পর্যন্ত পারেননি।

তিন ম্যাচে মুস্তাফিজ পেয়েছেন ৫ উইকেট। মুম্বাইয়ের হয়ে তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন শুধু লেগ স্পিনার মায়াঙ্ক মারকান্দে (৭টি)। তবে দল জিততে না পারলে তো ভালো বোলিং করেও ঠিক তৃপ্তি আসে না!

অন্যদিকে ব্রেন্ডন ম্যাককালাম, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, কুইন্টন ডি ককের মতো ব্যাটসম্যানকে নিয়েও বেঙ্গালুরুর নাজুক অবস্থা! প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে তারা। একমাত্র জয়টি কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বেঙ্গালুরু রান খরচ করেছে ১৭৭, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১৭।

দুই দলই আজ জয়ের খোঁজে মাঠে নামবে। শেষ হাসিটা কে হাসে, সেটাই দেখার অপেক্ষা।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়