ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ডি ভিলিয়ার্সের ঝোড়ো ব্যাটিং, জিতল বেঙ্গালুরু

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৯, ২২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডি ভিলিয়ার্সের ঝোড়ো ব্যাটিং, জিতল বেঙ্গালুরু

ক্রীড়া ডেস্ক :  বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্স বাদে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ভালো করতে পারছে না কেউ। এক ম্যাচে বিরাট দায়িত্ব নেন, আরেক ম্যাচে ডি ভিলিয়ার্স।

শনিবার রাতে বিরাট ফেরেন টেন্ট বোল্টের অসাধারণ এক ক্যাচে। আইপিএলের ইতিহাসের সেরা ক্যাচ বলতেও দ্বিধা নেই। বিরাট ফিরলে দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেন ডি ভিলিয়ার্স। দিল্লির বিপক্ষে শেষ বল পর্যন্ত খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন প্রোটিয়া হার্ডহিটার।

৩৯ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটসম্যান। তার ব্যাটিংয়ে দিল্লির দেওয়া ১৭৫ রানের লক্ষ্য ১২ বল আগে ৬ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে বেঙ্গালুরু। পাঁচ ম্যাচে এটি বিরাটদের দ্বিতীয় জয়।



এর আগে বেঙ্গালুরুর মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে দিল্লি ৫ উইকেটে তুলে ১৭৪ রান। সর্বোচ্চ ৮৫ রান করেন রিশভ পান্ত। ৪৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া শ্রেয়াশ আইয়ারের ব্যাট থেকে আসে ৫২ রানে। দুজন তৃতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন।

রিশভ ও শ্রেয়াশের ইনিংস আড়ালে চলে যায় ডি ভিলিয়ার্স কীর্তিতে। প্রোটিয়া ব্যাটসম্যান ১০ চার ও ৫ ছক্কায় ২৩০.৭৬ স্ট্রাইক রেটে ৯০ রানের ইনিংসটি সাজান। তাতেই জয় নিশ্চিত হয় বেঙ্গালুরুর। ২৬ বলে ৩০ রানে সাজঘরে ফেরেন বিরাট।



ম্যাচ সেরার পুরস্কার উঠে ডি ভিলিয়ার্সের হাতে। 



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়