ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এই আইপিএলে সবচেয়ে বাজে ব্যাটিং চেন্নাইয়ের!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এই আইপিএলে সবচেয়ে বাজে ব্যাটিং চেন্নাইয়ের!

নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন রশিদ খান

ক্রীড়া ডেস্ক : ‘দয়া করে কেউ একজন তাদের জানিয়ে দেন যে, এটা টি-টোয়েন্টি, টেস্ট ম্যাচ নয়’!

আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ‘ঘুম পাড়ানি’ ব্যাটিং দেখে ক্রিকইনফোতে ওই মন্তব্য করেছেন এক পাঠক।

সাকিব আল হাসান, রশিদ খানদের দারুণ বোলিংয়ে পাওয়ার-প্লের ৬ ওভারে চেন্নাই ১ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ২৭ রান। এবারের আইপিএলে পাওয়ার-প্লেতে সর্বনিম্ন রান এটিই।

আর ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫৪। তাও আবার দশম ওভারের শেষ বলে চার মেরে। এবারের আসরে প্রথম ১০ ওভারে এটিও কোনো দলের সর্বনিম্ন রান।

চেন্নাই ভেঙেছে নিজেদের রেকর্ডই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ ওভারে তারা করেছিল ৫৬ রান।

প্রথম ১০ ওভারের মধ্যে সাকিব করেছেন দুটি। কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ৯ রান। আরেক স্পিনার রশিদ খান ১ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।

প্রথম ১০ ওভারে ৫৪ রান তোলা চেন্নাই পরের তিন ওভারে অবশ্য ৩৩ রান তুলেছে। শেষ পর্যন্ত চেন্নাইয়ের স্কোর কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়