ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রিয়ালের বিপক্ষে বায়ার্নের জন্য যা গুরুত্বপূর্ণ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়ালের বিপক্ষে বায়ার্নের জন্য যা গুরুত্বপূর্ণ

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগে বুধবার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় এই ম্যাচে ফেভারিট রিয়াল। কিন্তু বায়ার্নের মাঠে খেলা হওয়ায় তাদেরকে পিছিয়ে রাখার উপায় নেই। তবে বায়ার্নের কোচ ইয়ূপ হেইঙ্কেস জানিয়েছেন রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ হল মানসিকতা ও মনোযোগ।

হেইঙ্কেস বলেন, ‘ম্যাচের এখনো বেশ কয়েক দিন বাকি। আশা করছি ম্যাচের আগেই ইনজুরি আক্রান্ত খেলোয়াড়রা সেরে উঠবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিকতা। তবে আমাদের খেলোয়াড়রা এখন কেবল রিয়ালের বিপক্ষের ম্যাচ নিয়েই ভাবছে। সেটাই করা উচিত আমাদের।’

প্রতি তিন দিনে একটি ম্যাচ ম্যাচ খেলছে বায়ার্ন। অন্যদিকে রিয়াল মাদ্রিদ প্রায় এক সপ্তাহের বিরতিতে আছে। তবে আাঁটশাঁট সূচি নিয়ে বিরক্ত নন হেইঙ্কেস, ‘প্রতি তিন দিনে আমাদের একটি করে ম্যাচ খেলতে হচ্ছে। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল খেলোয়াড়রা ক্লান্ত নয়, তারা খেলতে প্রস্তুত।’

রিয়ালের বিপক্ষে তরুণদের উপর আস্থা রাখতে পারেন হেইঙ্কেস। অন্যান্য ম্যাচে সাধারণত শুরুর একাদশে যাদের রাখেন বুধবার রাতে রিয়ালের বিপক্ষে তাদের নাও রাখতে পারেন। অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দিয়ে শুরুর একাদশ সাজাতে পারেন। তার এই পরিকল্পনা কাজে দিলে রিয়ালের পক্ষে ম্যাচটি জেতা কঠিন হবে। আর পরিকল্পনা ফ্লপ হলে রিয়াল হয়তো প্রথমার্ধেই কয়েক গোলের ব্যবধানে এগিয়ে যাবে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়