ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কালবৈশাখীতে বিধ্বস্ত দেড় হাজার ঘরবাড়ি, নিহত ১

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালবৈশাখীতে বিধ্বস্ত দেড় হাজার ঘরবাড়ি, নিহত ১

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে কালবৈশাখীতে দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় বিপুল সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বাঁধ ধসে কয়েকটি মাছের ঘেরও লণ্ডভণ্ড হয়ে গেছে।

সোমবার রাত ১০টার দিকে বয়ে যাওয়া কয়েক মিনিটের এই ঝড়ের  পরপরই আশাশুনি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহত বৃদ্ধার নাম রিজিয়া খাতুন (৬০)। তিনি শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের বসির আহমেদের স্ত্রী।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফ্রা তাসনিন একজন নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আকস্মিক ঝড়ে কয়েকটি গ্রামের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত এই সংখ্যা নিরূপণ করা যায়নি।’

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।’

শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, ঝড়ে তার ইউনিয়নের মাড়িয়ালা, শ্রীউলা, বকচর, লাঙ্গলদাঁড়িয়া, কলিমাখালি, রাধার আঁটি, গাজিপুর, মহিষকুড় ও পুঁইজালা গ্রামের প্রায় দেড় হাজার বাড়িঘর কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বাঁধ ধসে বেশ কয়েকটি মাছের ঘেরের ক্ষতি হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/২৪ এপ্রিল ১৮/এম. শাহীন গোলদার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়