ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বার্সার ম্যান্ডেলা শতবার্ষিকী কাপ জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সার ম্যান্ডেলা শতবার্ষিকী কাপ জয়

নেলসন ম্যান্ডেলা ট্রফি হাতে বার্সার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ারশিপ চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউনসকে ৩-০ গোলে হারিয়ে ম্যান্ডেলা শতবার্ষিকী কাপ জিতেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রীতি ম্যাচটি আয়োজন করা হয়েছিল। ২০১৩ সালের ডিসেম্বরে না ফেরার দেশে চলে যাওয়া ম্যান্ডেলার ১০০তম জন্মদিন আগামী ১৮ জুলাই।  

 



দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন ও লা লিগার যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল ম্যান্ডেলা শতবার্ষিকী কাপ নামের এই ম্যাচ। বুধবার রাতে জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে।

২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে বার্সার তৃতীয় গোলটি করেন আন্দ্রে গোমেজ।

 



প্রীতি ম্যাচ হওয়ায় স্কোয়াডের ২৩ জনকেই মাঠে নামিয়েছিলেন বার্সার কোচ আর্নেস্তো ভালভার্দে। দর্শকদের তুমুল করতালির মধ্যে ৭৪ মিনিটে মাঠে নেমেছিলেন বার্সার সেরা তারকা লিওনেল মেসি।

ম্যাচ শেষে বার্সার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার হাতে তুলে দেওয়া হয় নেলসন ম্যান্ডেলা ট্রফি।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়