ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফারজানা ছবির পাথরের চোখ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ১৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফারজানা ছবির পাথরের চোখ

বিনোদন প্রতিবেদক : মা ও ছেলের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে টেলিফিল্ম ‘কানি মা’। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি, ছেলের চরিত্রে ফজলুর রহমান বাবু। টেলিফিল্মটি পরিচালনা করেছেন নুইব হাসান।

‘কানি মা’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে, মায়ের পাথরের চোখ। ছেলে এই চোখ দেখে ঘৃণা ও অবজ্ঞা করে মাকে। অথচ এই চোখই ছেলেকে দিয়েছে নতুন জীবন। কিন্তু ছেলে তা অনুভব করতে পারে না। কারণ ঘটনাটি তার অজানা। সেই ঘটনা ছেলে যখন জানতে পেরে তার ভুল বুঝতে পারে ততদিনে অভিমানী মা পাড়ি জমিয়েছেন পরপারে। এমনই বিয়োগান্তক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে টেলিফিল্মটি।

এ প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘নারী প্রধান গল্পে এর আগেও আমি বেশ কয়েকবার অভিনয় করেছি। তবে এবারের কাজটি একেবারেই ভিন্ন এক গল্পের বিস্তার ও অভিনব গেটআপের। চরিত্রের প্রয়োজনে শুটিং চলাকালীন পুরোটা সময় আমাকে এক চোখ বন্ধ রেখে পাথরের চোখ লাগিয়ে শুটিং করতে হয়েছে। ’

নুইব হাসান বলেন, ‘সকল শিল্পী ও কলাকুশলীদের অনবদ্য সহযোগিতায় কাজটি করতে পেরেছি। আজ ১৭ মে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন মাছরাঙ্গায় এটি প্রচারিত হবে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৮/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়