ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রোনালদোকে ছুঁতে আরো ১৫ বছর লাগবে সালাহর : ক্লপ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদোকে ছুঁতে আরো ১৫ বছর লাগবে সালাহর : ক্লপ

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালকে সামনে রেখে চলছে ক্রিস্টিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহ’র চুলচেরা বিশ্লেষণ। এমন সময় আসছে তুলনার কথাও। কে সেরা? রোনালদো নাকি মোহাম্মদ সালাহ? লিভারপুলের কোচ জার্গেন ক্লপ অবশ্য তুলনায় যেতে রাজি নন।

তিনি দুই তারকার পার্থক্য দেখিয়েছেন এভাবে, ‘মোহাম্মদ সালাহ দারুণ একটি মৌসুম কাটিয়েছে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এমন ১৫টি মৌসুম কাটিয়েছে। তার গোলের সংখ্যাটা চোখ কপালে তোলার মতো। রোনালদোর পর্যায়ে যেতে আরো ১৫ বছর লাগবে সালাহ’র। কেন আমরা তুলনার প্রশ্নে যাব? পেলের সময় কারো সঙ্গেই পেলেকে তুলনা করা হত না। রোনালদো কী তার মতো? আসলে এখন আমাদের লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে। যারা গেল কয়েক বছর ধরে ফুটবলে রাজত্ব করছে।’

তিনি আরো বলেন, ‘মেসি ও রোনালদো এখন চূড়ান্ত মুহূর্তে আছে। তারা গোল করার সঠিক অবস্থানে থাকে। আর সেটাই হল পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সেটা করতে পারার কারণেই তারা এখন এই অবস্থানে আছে। ব্যালন ডি’অর সব সময় তাদের দুজনের একজন পায়। তারা সেটা পাওয়ার যোগ্য। তারা খেলা ছেড়ে দিলে আমরা তাদের ১০০ ভাগ মিস করব।’

রোনালদো ও সালাহর তুলনার বিষয়ে ক্লপ বলেন, ‘আসলে আমি সালাহ ও রোনালদোর কোনো গল্প বলতে চাই না। আসলে এটা কোন দলে সেরা খেলোয়াড় আছে সেই বিষয় নয়। বিষয়টি হচ্ছে কারা ভালো ফুটবল খেলতে পারল। আর ভালো ফুটবল খেলতে আপনাদের সালাহ কিংবা রোনালদোর মতো খেলোয়াড় দরকার হবে।’

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে ৩০ গোল করেছে। তার মধ্যে রোনালদোর গোল ১৫টি। সালাহ রোনালদোর চেয়ে ৫ গোল কম করেছেন চ্যাম্পিয়নস লিগে। তবে লিভারপুলের হয়ে তিনি সব ধরণের প্রতিযোগিতায় ৪৪টি গোল করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ