ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আইসিসির ক্রিকেট কমিটিতে ক্লার্ক-কোয়েতজার-হেসন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসিসির ক্রিকেট কমিটিতে ক্লার্ক-কোয়েতজার-হেসন

কাইল কোয়েতজার

ক্রীড়া ডেস্ক : আইসিসি ক্রিকেট কমিটিতে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের প্রাক্তন অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক, নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন ও স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েতজার।

মেয়েদের ক্রিকেট প্রতিনিধি হিসেবে ক্লেয়ার কনরের জায়গায় এসেছেন ক্লার্ক। কনর তার তিন বছরের মেয়াদ পূরণ করেছেন। অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব ছাড়ায় এই কমিটিতে থাকার যোগ্যতা হারিয়েছেন ড্যারেন লেম্যান। পূর্ণ সদস্য দেশের কোচ প্রতিনিধি হিসেবে লেম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন হেসন।

আর সহযোগী দেশগুলোর প্রতিনিধি হিসেবে কেভিন ও’ব্রায়েনের জায়গায় এসেছেন কোয়েতজার। আয়ারল্যান্ড টেস্ট স্ট্যাটাস পেয়ে পূর্ণ সদস্য হওয়ায় ও’ব্রায়েন কমিটিতে থাকার যোগ্যতা হারিয়েছেন। এ মাসের শুরুতে আয়ারল্যান্ডের অভিষেকে টেস্টে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছিলেন ও’ব্রায়েন।

আগামী ২৮ ও ২৯ মে মুম্বাইয়ে বসবে আইসিসি ক্রিকেট কমিটির সভা। এবারের সভায় ২০১৯ সাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন, টস বাতিল ও দিবারাত্রির টেস্ট নিয়ে আলোচনা হবে।

ক্রিকেটের ভালো-মন্দ বিভিন্ন বিষয় নিয়ে আইসিসি প্রধান নির্বাহীদের কমিটিকে সুপারিশ করে থাকে এই ক্রিকেট কমিটি। সেসব সুপারিশ বোর্ড সভায় আলোচনা করে ব্যবস্থা নেয় আইসিসি।

আইসিসি ক্রিকেট কমিটি 

চেয়ারম্যান : অনিল কুম্বলে

পদাধিকার বলে : শশাঙ্ক মনোহর (আইসিসি চেয়ারম্যান) ও ডেভিড রিচার্ডসন (আইসিসি প্রধান নির্বাহী)

প্রাক্তন ক্রিকেটারদের প্রতিনিধি : অ্যান্ড্রু স্ট্রাউস ও মাহেলা জয়াবর্ধনে

বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি : রাহুল দ্রাবিড়, টিম মে

পূর্ণ সদস্য দেশের কোচ প্রতিনিধি : মাইক হেসন

সহযোগী দেশগুলোর প্রতিনিধি : কাইল কোয়েতজার

মেয়েদের ক্রিকেট প্রতিনিধি : বেলিন্ডা ক্লার্ক

পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি : ডেভিড হোয়াইট (নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নিবাহী)

গণমাধ্যম প্রতিনিধি : শন পোলক

আম্পায়ারদের প্রতিনিধি : রিচার্ড কেটেলবরো

ম্যাচ রেফারিদের প্রতিনিধি : রঞ্জন মাদুগালে

এমসিসি প্রতিনিধি : জন স্টিভেনসন (এমসিসির ক্রিকেট প্রধান)।
 



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়