ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পেসারদের ধারাবাহিক দেখতে চান ওয়ালশ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেসারদের ধারাবাহিক দেখতে চান ওয়ালশ

কোর্টনি ওয়ালশ

ক্রীড়া প্রতিবেদক : শেষ কয়েকটি সিরিজে ভালো করতে পারেননি বাংলাদেশের পেসাররা। আসন্ন আফগানিস্তান সিরিজে পেসারদের ধারাবাহিক দেখতে চান ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ।

শুক্রবার মিরপুরে সংবাদিকদের ওয়ালশ বলেছেন, ‘আমাদের বোলিং বিভাগটাকে আরো ধারাবাহিক দেখতে চাই আমি। বিশেষ করে ফাস্ট বোলারদের। শেষ কয়েকটি সিরিজে তারা ধারাবাহিক ছিল না। আমাদের চতুষ্টয় (আফগানিস্তান সিরিজে দলে থাকা চার পেসার) একসঙ্গে দুর্দান্ত খেললে ভালো লাগবে।’

তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ নিয়ে পুরো দল রোমাঞ্চিত বলেই জানালেন ক্যারিবিয়ান কিংবদন্তি, ‘সবাই ভালো অবস্থায় আছে। ছেলেরা উৎফুল্ল। সফর শুরু করার ব্যাপারে আমরা রোমাঞ্চিত। সফরের জন্য আমরা মুখিয়ে আছি।’

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির মতো এই সিরিজেও ওয়ালশের কাঁধেই প্রধান কোচের দায়িত্ব বর্তেছে। আবার দায়িত্ব পেয়ে ওয়ালশ রোমাঞ্চিত। নিদাহাস ট্রফির পারফম্যান্সটা আফগানিস্তান সিরিজেও চান কোচ, ‘আবারো দলের সঙ্গে থাকতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। যেমনটা আমরা শ্রীলঙ্কায় খেলেছি। আমাদের কিছু জায়গায় উন্নতি দরকার।’

‘আশা করি, আমাদের সফল একটা সিরিজ হবে। আমাদের আত্মতুষ্টিতে ভোগা যাবে না। আমরা যা করতে চাই সেদিকে মনোযোগ দিলে আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারব’- যোগ করেন ওয়ালশ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়