ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আফগানদের নিয়ে চিন্তিত নন কোচ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানদের নিয়ে চিন্তিত নন কোচ

কোর্টনি ওয়ালশ

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। সিরিজটা আবার তাদের নিজেদের পরিচিত কন্ডিশনে। তবে দেরাদুনে হতে যাওয়া সিরিজের আগে আফগানদের নিয়ে মোটেও চিন্তিত নন কোর্টনি ওয়ালশ। বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ নিজেদের শক্তি ও দুর্বলতার দিকেই মনোযোগ দিচ্ছেন।

আফগানিস্তান সিরিজ নিয়ে শুক্রবার মিরপুরে সাংবাদিকদের ওয়ালশ বলেছেন, ‘তাদের দলে ভালো মানের খেলোয়াড় আছে। তবে আমরা আমাদের শক্তি ও দুর্বলতায় মনোযোগ দেব। আমাদের সঙ্গে মানানসই এমন পরিকল্পনা নিয়েই আমরা এগোব। তাদের নিয়ে আমরা চিন্তিত নই। যদি নিজেদের সেরাটা দিতে পারি, তবে আমাদের সুযোগ থাকবে।’

খেলোয়াড়দের থেকে সামর্থ্য অনুযায়ী সেরাটা চান কোচ, ‘ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো করতে হবে আমাদের। সামর্থ্য অনুযায়ী ছেলেদের তাদের সেরাটা খেলতে হবে। যতটা পারা যায় আমাদের ধারাবাহিক হতে হবে।’

বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান আট নম্বরে। তাদের দুই ধাপ নিচে দশ নম্বরে আছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটাকে র‍্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আত্মবিশ্বাস বাড়ানোর উপলক্ষ হিসেবে দেখছেন ওয়ালশ।

‘আমাদের সিরিজে মনোযোগ দিতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি দূরে নয়। একই সঙ্গে র‍্যাঙ্কিংয়েও আমাদের উন্নতি করতে হবে। আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। সেখানে গিয়ে ভালো খেলতে হবে। সিরিজটা জিতে আসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। এটা ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আত্মবিশ্বাসও জোগাবে’- বলেন ওয়ালশ।

দেরাদুনে যত দ্রুত সম্ভব নিজেদের মানিয়ে নিতে হবে বলে মনে করেন ক্যারিবিয়ান কিংবদন্তি, ‘তারা (আফগানিস্তান) সেখানে ক্যাম্প করেছে, সেখানকার সুযোগ সুবিধা নিয়ে তারা আমাদের চেয়ে বেশি অভ্যস্ত। ওটা তাদের ঘরের মাঠ। সেখানে দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের, কারণ সিরিজটা মাত্র তিন ম্যাচের।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়