ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২০২৩ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট নেই বাংলাদেশের!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০২৩ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট নেই বাংলাদেশের!

ক্রীড়া প্রতিবেদক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)  বুধবার ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুমোদন করেছে। নতুন এফটিপিতে বেড়েছে বাংলাদেশের ম্যাচ। বিশেষ করে টেস্ট ম্যাচ আগের থেকে বেশি খেলার সুযোগ পাবে টাইগাররা।

কিছুদিন পরই বাংলাদেশ যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ খেলবে ২টি টেস্ট। এই দুই টেস্ট দিয়েই বাংলাদেশের এফটিপি শুরু হচ্ছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ দিয়ে শেষ হবে এফটিপি। নতুন এফটিপিতে বাংলাদেশ ৪৪ টেস্ট খেলার সুযোগ পাচ্ছে।

টেস্ট স্ট্যাটাস পাওয়া দেশগুলো মধ্যে শুধু ইংল্যান্ডের বিপক্ষে এ সময়ে কোনো টেস্ট খেলবে না বাংলাদেশ। ঘরের মাঠে ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে  তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। এছাড়া এই ছয় বছরে ইংল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ নেই বাংলাদেশের।

বাংলাদেশ সবথেকে বেশি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।  দুই দল খেলবে মোট ৯টি টেস্ট, যার ৪টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, বাকি ৫টি বাংলাদেশে। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ৮টি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৭টি, শ্রীলঙ্কার বিপক্ষে ৫টি, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ৪টি করে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি করে এবং আফগানিস্তানের বিপক্ষে ১টি টেস্ট খেলবে বাংলাদেশ।

দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। । শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ৩টি করে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি করে টেস্ট ম্যাচ বাংলাদেশের।

নতুন এফটিপিতে একটি মাত্র ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে আফগানিস্তান।

 

এক নজরে এফটিপিতে বাংলাদেশ দলের সিডিউল

প্রতিপক্ষ

সন

মাস

টেস্ট

ওয়ানডে

টি-টোয়েন্টি

হোম/অ্যাওয়ে

আফগানিস্তান

২০১৮

জুন

-

-

অ্যাওয়ে

ওয়েস্ট ইন্ডিজ

২০১৮

জুলাই-আগস্ট

অ্যাওয়ে

ওয়েস্ট ইন্ডিজ

২০১৮/১৯

ডিসেম্বর-জানুয়ারি

হোম

জিম্বাবুয়ে

২০১৯

জানুয়ারি-ফেব্র্রুয়ারি

-

হোম

নিউজিল্যান্ড

২০১৯

ফেব্রুয়ারি-মার্চ

-

অ্যাওয়ে

আয়ারল্যান্ড

২০১৯

মে

-

-

অ্যাওয়ে

আয়ারল্যান্ড/আফগানিস্তান (ত্রিদেশীয় সিরিজ)

২০১৯

মে

-

 

-

অ্যাওয়ে

ওয়ানডে বিশ্বকাপ

২০১৯

জুন-জুলাই

-

-

-

অ্যাওয়ে

অস্ট্রেলিয়া

২০১৯

অক্টোবর

-

-

-

হোম

আফগানিস্তান

২০১৯

অক্টোবর

-

হোম

ভারত

২০১৯

নভেম্বর

-

অ্যাওয়ে

শ্রীলঙ্কা

২০১৯

ডিসেম্বর

-

-

অ্যাওয়ে

পাকিস্তান

২০২০

জানুয়ারি

-

অ্যাওয়ে

অস্ট্রেলিয়া

২০২০

ফেব্রুয়ারি

-

-

হোম

জিম্বাবুয়ে

২০২০

মার্চে

-

হোম

আয়ারল্যান্ড

২০২০

মে-জুন

অ্যাওয়ে

শ্রীলঙ্কা

২০২০

জুলাই-আগস্ট

-

-

অ্যাওয়ে

নিউজিল্যান্ড

২০২০

আগস্ট-সেপ্টেম্বর

-

-

হোম

এশিয়া কাপ

২০২০

সেপ্টেম্বর

-

-

-

-

নিউজিল্যান্ড

২০২০

অক্টোবর

-

-

অ্যাওয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২০

অক্টেবর-নভেম্বর

-

-

-

অ্যাওয়ে

শ্রীলঙ্কা

২০২০

ডিসেম্বর

-

-

হোম

ওয়েস্ট ইন্ডিজ

২০২১

জানুয়ারি-ফেব্রুয়ারি

হোম

নিউজিল্যান্ড

২০২১

ফেব্রুয়ারি-মার্চ

-

অ্যাওয়ে

জিম্বাবুয়ে

২০২১

জুন-জুলাই

অ্যাওয়ে

ইংল্যান্ড

২০২১

অক্টোবর

-

হোম

টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২১

অক্টেবর-নভেম্বর

-

-

-

অ্যাওয়ে

পাকিস্তান

২০২১

নভেম্বর

-

হোম

শ্রীলঙ্কা

২০২১

ডিসেম্বর

-

-

হোম

নিউজিল্যান্ড

২০২১-২২

ডিসেম্বর-জানুয়ারি

-

অ্যাওয়ে

আফগানিস্তান

২০২২

ফেব্রুয়ারি-মার্চ

-

হোম

দক্ষিণ আফ্রিকা

২০২২

মার্চ

-

অ্যাওয়ে

ওয়েস্ট ইন্ডিজ

২০২২

জুন-জুলাই

অ্যাওয়ে

জিম্বাবুয়ে

২০২২

জুলাই-আগস্ট

অ্যাওয়ে

এশিয়া কাপ

২০২২

সেপ্টেম্বর

-

-

-

-

আয়ারল্যান্ড

২০২২

অক্টোবর

হোম

ভারত

২০২২

নভেম্বর-ডিসেম্বর

-

হোম

ওয়েস্ট ইন্ডিজ

২০২৩

জানুয়ারি

-

-

হোম

ওয়ানডে বিশ্বকাপ

২০২৩

ফেব্রুয়ারি-মার্চ

-

-

-

অ্যাওয়ে

 

 


রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়