ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বার্সার রেকর্ড রাজস্ব আয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ১৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সার রেকর্ড রাজস্ব আয়

ক্রীড়া ডেস্ক : ২০১৭-২০১৮ মৌসুমে রেকর্ড রাজস্ব আয় করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

বার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে কাতালান ক্লাবটি জানিয়েছে, গত মৌসুমে তাদের আয়ের পরিমাণ ৯১৪ মিলিয়ন ইউরো।

বার্সার পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) ছিল ৩২ মিলিয়ন ইউরো এবং প্রকৃত মুনাফা (নেট প্রফিট) ১৩ মিলিয়ন ইউরো।

২০২১ সালের মধ্যে বার্সার ১ বিলিয়ন ইউরো রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। সেই লক্ষ্যে তারা সঠিক পথেই এগোচ্ছে বলেও জানিয়েছে ক্লাবটি।

গত মৌসুমে লা লিগা শিরোপা ঘরে তোলে বার্সা। টানা চতুর্থবারের মতো জেতে কোপা দেল রের শিরোপা। তবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।

এর আগে ২০১৬-১৭ মৌসুমে বার্সার রাজস্ব আয় ছিল ৭০৮ মিলিয়ন ইউরো, যা ছিল আগের রেকর্ড।

আগামী ২৮ জুলাই যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়