ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাতে মাঠে নামছে বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৬, ১৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: ২২ জুলাই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে গায়ানায়।

এর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে সফরকারীরা। আজ প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকরা। জ্যামাইকার কিংস্টনে বাংলাদেশের প্রতিপক্ষ ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস একাদশ। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
 


টেস্ট সিরিজ বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সেই স্মৃতি ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৪০ ঘন্টা ভ্রমণ শেষে দলের সঙ্গে গতকাল যোগ দিলেও আজ প্রস্তুতি ম্যাচে খেলবেন মাশরাফি। মূল মঞ্চে মাঠে নামার আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগটি হাতছাড়া করতে চান না অধিনায়ক।

নিজেকে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি পুরো দলকে এক করার কঠিন কাজটাও করতে হবে মাশরাফিকে। ক্রিকেটারদের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। টেস্টের বাজে পারফরম্যান্সে আত্মবিশ্বাস তলানিতে। আজকের প্রস্তুতি ম্যাচ থেকেই সেই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই টাইগারদের। প্রস্তুতি ম্যাচে জয় নিশ্চিতভাবেই উজ্জীবিত করবে গোটা শিবিরকে।
 


প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশ বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ পাচ্ছে। ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস একাদশের হয়ে খেলবেন ক্রিস গেইল, চ্যাডরিক ওয়ালটন, আন্দ্রে রাসেল, আমির জানগো, ভিকাস মোহানরা।
 


গায়ানায় প্রথম ওয়ানডে শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। একই ভেন্যুতে ২৬ জুলাই গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টা ৩০ মিনিটে। সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ জুলাই। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।




রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়