ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পেরেরার সেঞ্চুরি, সৌম্য-মিথুনদের লক্ষ্য ২৭৬

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেরেরার সেঞ্চুরি, সৌম্য-মিথুনদের লক্ষ্য ২৭৬

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ‘এ’ দলকে ২৭৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

সিলেটে আজ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে শ্রীলঙ্কা ‘এ’ দল টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে। প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয় পাওয়া স্বাগতিক দল আজ জিতলেই জিতবে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে ২ রানে জিতেছিল স্বাগতিকরা।

শ্রীলঙ্কার ইনিংসকে একাই টেনেছেন থিসারা পেরেরা। বাঁহাতি এ ব্যাটসম্যান একাই করেন ১১১ রান। ৮৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় সাজান সেঞ্চুরির ইনিংসটি।

একটা সময়ে শ্রীলঙ্কার রান ছিল ৭ উইকেটে ১২৯। সেখান থেকে পেরেরার দৃঢ়তায় বিশাল লক্ষ্য পেয়েছে লঙ্কানরা। অষ্টম উইকেটে থিসারা ও মালিন্দা পুস্পকুমারা ৭৭ রানের জুটি গড়েন। যেখানে পুষ্পকুমারার অবদান মাত্র ৮ রান। দশে নামা শেহান মাদুশাঙ্কা ৩৬ বলে করেন ৩৬ রান। এছাড়া ওপেনার উপল থারাঙ্গার ব্যাট থেকে আসে ৪৪ রান।
 


বল হাতে বাংলাদেশের সেরা স্পিনার নাঈম হাসান। ৪২ রানে ৩ উইকেট নেন নাঈম। এছাড়া ২টি করে উইকেট নেন সানজামুল ইসলাম ও শরীফুল ইসলাম। ১টি করে উইকেট পেয়েছেন আল-আমিন, খালেদ আহমেদ ও আফিফ হোসেন।   

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়