ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অ্যাশেজ সূচি চূড়ান্ত করল ইংল্যান্ড

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ২০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাশেজ সূচি চূড়ান্ত করল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক: ২০১৯ সালে পাঁচ টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া।

দুই দলের অ্যাশেজ সিরিজ শুরু হবে পহেলা আগস্ট। এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মহারণ। বৃহস্পতিবার ২০১৯ সালের অ্যাশেজ সিরিজের সূচি চূড়ান্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন নিয়মে ২০১৯ সালে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ২০২১ আসলে অস্ট্রেলিয়ার আতিথেয়তা নিবে ইংল্যান্ড। অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া আটটি টেস্ট খেলার সুযোগ পাবে। পাকিস্তানের বিপক্ষে দুটি সংযুক্ত আরব আমিরাতে, ভারতের বিপক্ষে চারটি এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ঘরের মাটিতে।

২০১৯ বিশ্বকাপ শেষ হবে ১৫ জুলাই। বিশ্বকাপের ফাইনাল খেললেও অ্যাশেজ প্রস্তুতির জন্য ১৫ দিনের সময় পাবে দুই দল। তবে ইংল্যান্ড ঘরের মাঠে প্রস্তুতি নেবে ভালোভাবেই। অসিদের বিপক্ষে খেলার আগে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি চারদিনের টেস্ট খেলবে তারা। ম্যাচটি শুরু হবে ২৪ জুলাই।

এজবাস্টনে পহেলা আগস্ট হবে প্রথম টেস্ট। প্রায় দশদিনের বিরতির পর ১৪ আগস্ট লর্ডসে হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট লিডসে। ৪ সেপ্টেম্বর ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট এবং ওভালে ১২ সেপ্টেম্বর পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে।



রাইজিংবিডি/ঢাকা/২০ ‍জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়