ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্পেনের উচ্চ কর আইন রোনালদোকে রিয়াল ছাড়তে বাধ্য করেছে!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ২০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনের উচ্চ কর আইন রোনালদোকে রিয়াল ছাড়তে বাধ্য করেছে!

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ চলাকালিন সময়ে কর ফাঁকির মামলায় বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দুই বছরের কারাদণ্ড দিয়েছিল স্প্যানিশ আদালত। পাশাপাশি তাকে ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়।

১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে কারাবাস থেকে ‘বেঁচে’ যান সিআর সেভেন। স্পেনের আইন অনুযায়ী প্রথমবার কোনো অপরাধে কারো দুই বছরের কারাদন্ড হলে সেটা কার্যকর করা হয় না। হাজতেও থাকতে হয় না। কারাবাসে থাকতে না হলেও রোনালদোর জন্য বিষয়টি ছিল ‘মর্যাদাহানিকর’।

স্পেন সরকারের কর আইন বেশ কড়াকড়ি। খেলোয়াড়রা এর থেকে বাদ পড়েন না। রোনালদোর আগে মেসিও একই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। বাদ পড়েননি নেইমারও। রিয়াল মাদ্রিদে নয় মৌসুম কাটিয়ে রোনালদো পাড়ি দিয়েছেন জুভেন্টাসে। লা লিগার প্রেডিডেন্ট জাভিয়ার তেবাস মনে করেন, স্পেনের উচ্চ কর আইন রোনালদোকে রিয়াল ছাড়তে বাধ্য করেছে!

যদিও রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার কারণ ভিন্ন বলেছেন। রোনালদো জুভেন্টাসে সংবাদ সম্মেলনে বলেছেন,‘আমার বয়সি সকল খেলোয়াড়দের সম্মান দিয়েই বলছি, এ সময়ে অনেকেই কাতার কিংবা চায়নায় যোগ দিচ্ছেন। কিন্তু আমি জুভেন্টাসকে বেছে নিয়েছি। বড় ক্লাবে খেলার ইচ্ছা থেকেই রিয়াল মাদ্রিদ ছেড়েছি। এশিয়ার কোনো ক্লাবে খেলে অবসরে যাওয়ার ইচ্ছে নেই।’



তবে রোনালদোর এমন বক্তব্যের পরও তেবাস মনে করেন, বাড়তি আয়ের জন্যই রিয়াল ছেড়েছেন রোনালদো। মার্কা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন,‘ও ওখানে এখানের থেকে বেশি অর্থ উপার্জন করবে। আমার মনে হয় করের বিষয়টি তাকে ইতালিতে যেতে উদ্ধুদ্ধ করেছে। স্পেনে কর আইন নিয়ে বড় একটা জটিলতা রয়েছে। পৃথিবীতে যত বড় লিগ রয়েছে তার মধ্যে স্পেনের কর সবথেকে বেশি। এজন্য খেলোয়াড়রা এখানে এসে ‘‘বাজে’’ পরিস্থিতির মুখোমুখি হয়।’

পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী রোনালদো গত বছর চেয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে যেতে। অতিরিক্ত করের কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন রোনালদো। শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কোর্টে কর ফাঁকির এক মামলায় রোনালদো বলেছিলেন,‘আমি সব সময় কর পরিশোধ করি। আমার যতটুকু করার প্রয়োজন ততটুকুই করি এবং ভবিষ্যতেও করে যাব।’

বাড়তি কর যে খেলোয়াড়দের মাথা ব্যথার কারণ তা নতুন নয়। রোনালদো, মেসি, নেইমার প্রত্যেকের ওপরই রয়েছে করের বোঝা। নেইমার পিএসজিতে গিয়ে সেই বোঝা কমিয়েছেন। এবার রোনালদোও করলেন। তাহলে কি রিয়াল মাদ্রিদ ছাড়ার কারণ স্পেনের উচ্চ কর আইন?




রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়