ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্যালিস, স্মিথের পর আমলা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ২১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যালিস, স্মিথের পর আমলা

ক্রীড়া ডেস্ক: তৃতীয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রানের চূড়ায় উঠলেন হাশিম আমলা। এর আগে এ কীর্তি গড়েছিলেন জ্যাক ক্যালিস এবং গ্রায়েম স্মিথ।

৯ হাজার রানের মাইলফলকে পৌঁছতে তিন রান পিছিয়ে ছিলেন আমলা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ১৯ রান করার পথে মাইলফলক অতিক্রম করেন ডানহাতি ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও ক্রিকেট বিশ্বের ১৫তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রানের চূড়ায় গেলেন ৩১ বছর বয়সি আমলা।

২০৪ ইনিংসে আমলা ৯ হাজার রান পূর্ণ করেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৮ সেঞ্চুরি ও ৩৯ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সর্বোচ্চ রান ৩১১।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ১৩ হাজার ২০৬ রান করেছেন জ্যাক ক্যালিস। ডানহাতি এ অলরাউন্ডার ১৬৫ ম্যাচে ২৭৮ ইনিংসে এ রান করেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪৫টি, হাফ সেঞ্চুরি ৫৮টি। প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথ ১১৬ ম্যাচে ২৩ ইনিংসে করেছেন ৯ হাজার ২৫৩ রান। বাঁহাতি এ ওপেনারের সেঞ্চুরি ২৭টি, হাফ সেঞ্চুরি ৩৮টি।

ক্যালিস ১৮৮ ইনিংসে এবং স্মিথ ১৯৫ ইনিংসে পৌঁছেছিলেন ৯ হাজার রানের চূড়ায়।




রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়