ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২১তম জাতীয় ব্যুত্থান প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২১তম জাতীয় ব্যুত্থান প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক : অনুষ্ঠিত হলো ২১তম জাতীয় ব্যুত্থান প্রশিক্ষক সম্মেলন। শনিবার রাজশাহীর এস কে কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন।  বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. এমএকে ইউরী বজ্রমুনি (ডিসকভারি চ্যানেল নির্বাচিত সুপার হিউম্যান) আগত প্রশিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক রবিউস শামস প্যাডি।

সম্মেলনে ব্যুত্থান ও বজ্রপ্রাণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ব্যুত্থান প্রতিযোগিতার আইনকানুন সম্পর্কে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি পরিচালনা করেন ব্যুত্থান মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা ও ১০ ডিগ্রি ব্ল্যাক বেল্ট সুপার হিউম্যান ড. ইউরী বজ্রমুনি।

ব্যুত্থান হচ্ছে বাংলাদেশি মার্শাল আর্ট সিস্টেম। যা ভারতীয় উপমহাদেশের নিজস্ব আত্মরক্ষার কৌশল। হারিয়ে যেতে বসা গৌরবময় সেই ইতিহাসকে পুণরোজ্জীবিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশন।

২০১৩ সালে প্রয়াত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরীর(বীরপ্রতীক ) নেতৃত্ব বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদের তালিকাভুক্ত হয়। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যুত্থান মার্শাল আর্ট বিভিন্ন বাহিনীর নিরাপত্তা কৌশলের পাশাপাশি ক্রীড়া হিসেবে স্বীকৃতি লাভ করেছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৮/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়