ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফখর জামানের বিশ্ব রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফখর জামানের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক : অফ স্টাম্পের বাইরে টেন্ডাই চাতারার লেংথ বল। কাট করে পয়েন্ট দিয়ে চার হাঁকালেন ফখর জামান। বাঁহাতি ব্যাটসম্যান নাম লেখালেন রেকর্ড বুকে।

ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম (ইনিংসের হিসাবে) এক হাজার রানের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ফখর জামান। ৯৮০ রান নিয়ে বুলাওয়েতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে নামেন তিনি। চাতারাকে চার হাঁকিয়ে পূর্ণ করেন হাজার রান।

ফখর হাজার রানের মাইলফলক ছুঁলেন মাত্র ১৮ ইনিংসে। আগের রেকর্ড ছিল ২১ ইনিংসে। রেকর্ডটা যৌথভাবে ছিল পাঁচজনের- ভিভ রিচার্ডস, কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, কুইন্টন ডি কক ও বাবর আজম। তাদের চেয়ে তিন ইনিংস কম খেলেই ফখর গড়লেন নতুন রেকর্ড।

সিরিজটা দুর্দান্ত কাটছে ফখরের। দ্বিতীয় ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। চতুর্থ ম্যাচে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে করেন ডাবল সেঞ্চুরি। ইমাম-উল-হককে সঙ্গে নিয়ে গড়েন ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড। আজ গড়লেন আরেকটি বিশ্ব রেকর্ড, এককভাবে।




রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়