ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে দ.আফ্রিকা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে দ.আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লজ্জাজনকভাবে হেরেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়টিতেও সুবিধা করতে পারছে না। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৪৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১৩৯ রান করতেই তারা হারিয়ে বসেছে প্রথম সারির পাঁচ-পাঁচজন ব্যাটসম্যান। এখনো শ্রীলঙ্কার চেয়ে তারা ৩৫১ রানে পিছিয়ে রয়েছে।

আজ রোববার তৃতীয় দিনে ৪৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। এ সময় আউট হন এইডেন মার্করাম। তিনি ১৪টি রান করেন। ৮০ রানের মাথায় ডিন এলগারও ফিরে যান। তিনি করেন ৩৭টি রান। ১০০ রানের মাথায় হাশিম আমলা (৬) আউট হন। ১১৩ রানেই ফাপ ডু প্লেসিস (৭) ও কেশব মহারাজ (০) আউট হয়ে সফরকারীরা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। এরপর থিউনিস ডি ব্রুইন ও টেম্বা বাভুমা মিলে দিনের বাকি সময়টুকু পার করেন। ব্রুইন ৪৫ ও বাভুমা ১৪ রানে অপরাজিত আছেন। তারা দুজন চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।

বল হাতে শ্রীলঙ্কার হেরাথ ও ধনঞ্জয়া ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা।

দুই ম্যাচ টেস্ট সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্যাচে জয় পেলে দক্ষিণ আফ্রিকাকে তারা হোয়াইটওয়াশ করতে পারবে।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়