ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চেলসি ছেড়ে রিয়ালে কোর্তোয়া

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চেলসি ছেড়ে রিয়ালে কোর্তোয়া

থিবো কোর্তোয়া

ক্রীড়া ডেস্ক : থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। বেলজিয়ান গোলরক্ষক চেলসির অনুশীলন বর্জন করে সেই গুঞ্জনের পালে জোর হাওয়া দিয়েছিলেন। অবশেষে সেটিই সত্যি হলো। চেলসি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়ালেই যাচ্ছেন বেলজিয়ান গোলরক্ষক।

বুধবার চেলসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ছয় বছরের চুক্তিতে রিয়ালে যাচ্ছেন কোর্তোয়া। চুক্তির অংশ হিসেবে রিয়ালের ক্রোয়াট মিডফিল্ডার মাতেও কোভাচিচ এক মৌসুমের জন্য ধরে চেলসিতে যোগ দিচ্ছেন।

বৃহস্পতিবার মাদ্রিদে স্বাস্থ্য পরীক্ষার পর স্থানীয় সময় দুপুর ১২টায় রিয়ালের জার্সি গায়ে সংবাদ সম্মেলনে আসবেন কোর্তোয়া। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে তাকে।

সংবাদমাধ্যমের খবর, ২৬ বছর বয়সি এই গোলরক্ষককে কিনতে রিয়ালের খরচ হচ্ছে ৩৫ মিলিয়ন ইউরো।

রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী কোর্তোয়া ২০১১ সালে চেলসিতে যোগ দিয়েছিলেন। প্রথম তিন মৌসুম ধারে অ্যাটলেটিকো মাদ্রিদে কাটানোর পর ২০১৪ সালের জুনে স্ট্যামফোর্ড ব্রিজে ফেরেন। এবার তার নতুন ঠিকানা বার্নব্যু।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়