ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পিছিয়ে গেল ‘কৃষ-ফোর’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ১০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিছিয়ে গেল ‘কৃষ-ফোর’

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি কৃষ। এর চতুর্থ কিস্তি কৃষ-ফোর। ২০২০ সালে এর মুক্তির তারিখ নির্ধারণ করলেও নির্মাতারা এখন তা পিছিয়ে দিলেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা রাকেশ রোশান সংবাদমাধ্যমটিতে বলেন, ‘আমি এখনো চিত্রনাট্যের কাজ করছি। সিনেমা নির্মাণের প্রক্রিয়াতে কিছুটা দেরি হচ্ছে এবং পরবর্তী পরিকল্পনা ঘোষণা দিয়ে জানাব। হৃতিক যশ রাজ ফিল্মসের সিনেমার কাজ শেষ করলেই আগামী বছর যে কোনো সময় কৃষ-ফোর’র কাজ শুরু করব।’

২০০৩ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা কই মিল গ্যায়া। এরপর ২০০৬ সালে মুক্তি পায় কৃষ। এতে দর্শকের সামনে সুপারহিরো হিসেবে হৃতিককে হাজির করেন রাকেশ। সিনেমাটির সাফল্যের পর ২০১৩ সালে কৃষ-থ্রি নির্মাণ করেন তিনি। এটিও দর্শকের মাঝে ভালো সাড়া ফেলে।

কৃষ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো বেশ ব্যয়বহুল হয়ে থাকে। তবে এ নিয়ে চিন্তিত নন রাকেশ রোশান। তিনি বলেন, ‘আমি কই মিল গ্যায়া সিনেমায় অনেক ব্যয় করেছি, বিশেষ করে স্পেসশিপ ও ভিএফএক্স-এর কাজে। এছাড়া এ সিরিজের পরের সিনেমাগুলোতেও অনেক অর্থ খরচ করেছি। কিন্তু আমি কখনই তা ফেরত পাওয়ার আশায় করি না। যদি আমার মনে হয় কোনো কিছু করতে সক্ষম নই তবে আমি সেটিকে প্রাধান্য দিই না। এমনকি কৃষ-ফোর সিনেমাটিতেও কিছু দৃশ্য বাদ দিয়েছে। মনে হয়েছে, দৃশ্যগুলোর ফলে সিনেমার বাজেট ছাড়িয়ে যাবে। যদি বাজেট কমানোর চেষ্টা করি তাহলে ভিএফএক্স দৃশ্যগুলো ভালো হবে না।’

এর আগে হৃতিকের ৪৪তম জন্মদিনে কৃষ-ফোর মুক্তির তারিখ জানান এ অভিনেতার বাবা ও কৃষ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক রাকেশ রোশান।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে রাকেশ রোশান লেখেন, ‘আজ (১০ জানুয়ারি) সম্ভবত কৃষ-ফোর মুক্তির তারিখ ঘোষণার সবচেয়ে ভালো দিন। এটি ২০২০ সালের বড়দিনে মুক্তি পাবে। হৃতিকের জন্মদিনে আপনাদের জন্য এই উপহার। শুভ জন্মদিন হৃতিক।’



রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়