ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নাশকতার চেষ্টাকালে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাশকতার চেষ্টাকালে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের মিঠাপুকুর উপজেলায় নাশকতার চেষ্টার সময় মিঠাপুকুর উপজেলা পরিষদের বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যানসহ জামায়াতে ইসলামীর চার নেতা গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মারজান। তিনি দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামের মৃত. আবদুল বারীর ছেলে। কাফ্রিখাল ইউনিয়ন জামায়াতে উপদেষ্টা আতোয়ার রহমান মাস্টার, কিশামত জালাল গ্রামের আতাউর রহমান ও শঙ্করপুর গ্রামের লোকমান হাকিম।

মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারকৃতরা রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুর উপজেলার জায়গীর এলাকার শাপলা কোল্ডস্টোরেজের কাছে নাশকতার চেষ্টা করছিলেন। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মারজানের বিরুদ্ধে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে ছয় যাত্রী হত্যা, গাছ কাটা, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, যানবাহন ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।



রাইজিংবিডি/রংপুর/১০ আগস্ট ২০১৮/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়