ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্পেনকে বিদায় বললেন সিলভাও

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৮, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনকে বিদায় বললেন সিলভাও

ক্রীড়া ডেস্ক : পর স্পেন জাতীয় দল থেকে অবসর নিলেন ডেভিড সিলভা। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।

২০০৬ সালে অভিষেকের পর সিলভা জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৫ ম্যাচ। জিতেছেন ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ। ছিলেন রাশিয়ায় এবারের বিশ্বকাপেও।
 


লা রোজাদের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে নিজের অর্জনে ‘দারুণ গর্বিত’ সিলভা। জানিয়েছেন, এটা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার বিদায় বার্তায় লিখেছেন, ‘স্পেনের হয়েই ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্তগুলো কাটিয়েছি আমি। সেই আনন্দ আর আবেগ সঙ্গী করেই এই সময়টার ইতি টানছি।’




রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়