ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কন্তে থাকলে আমি চেলসি ছাড়তাম : উইলিয়ান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৩, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কন্তে থাকলে আমি চেলসি ছাড়তাম : উইলিয়ান

ক্রীড়া ডেস্ক : ইতালিয়ান কোচের সঙ্গে তার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। তাই তো ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান বলছেন, অ্যান্তোনিও কন্তে এখনো চেলসির কোচ হিসেবে থাকলে তিনি নিজেই ক্লাব ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাতেন।

কন্তের অধীনে ২০১৬-১৭ প্রিমিয়ার লিগ জিতেছিল চেলসি। কিন্তু গত মৌসুমে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করায় জুলাইয়ে ইতালিয়ান কোচকে বরখাস্ত করে চেলসি।

কন্তের জায়গায় দায়িত্ব পেয়েছেন মরিসিও সারি। শনিবার তার অধীনে প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে হাডার্সফিল্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মৌসুম শুরু করেছে ‘ব্লুজ’রা।

নতুন কোচে মুগ্ধ উইলিয়ান, ‘ম্যানেজার আমাদের মাঠে খেলাটা উপভোগ করতে বলেছেন। এভাবে খেলাটাই কি উচিত না? আমার তো তাই মনে হয়। ইডেন হ্যাজ্যার্ড, পেদ্রোর মতো দারুণ সব খেলোয়াড় আছে আমাদের দলে। খেলোয়াড়রা ফুটবল খেলতে চায়। সে কারণেই সারি সবাইকে মনের আনন্দে ফুটবল খেলতে বলেছেন। এই মৌসুমে এটাই আমরা চেষ্টা করব।’

সংবাদমাধ্যমের খবর, গ্রীষ্মের দলবদলে উইলিয়ানকে দলে টানার চেষ্টা করেছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এ মাসের শুরুতে ৩০ বছর বয়সি ব্রাজিলিয়ান মিডফিল্ডার জানান, ক্লাব যতদিন চাইবে তিনি স্ট্যামফোর্ড ব্রিজেই থাকতে চান।

কন্তেকে বরখাস্ত না করা হলে চেলসিতে থাকতেন কি না, এমন প্রশ্নে উইলিয়ানের উত্তর, ‘না, কোনো সুযোগ নেই। আমি এখানে আছি, কারণ আমি চেলসির হয়ে খেলতে চাই। চেলসি ছেড়ে দিতে চাইলেই শুধু ক্লাব ছাড়তে পারি আমি।’

নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে শনিবার আর্সেনালের বিপক্ষে খেলবে চেলসি। এই ম্যাচ নিয়ে উইলিয়ান বলেন, ‘এখন আমাদের খেলার আলাদা একটা ধরন আছে, যে কারণে আর্সেনালকে আমরা সমস্যায় ফেলতে পারি। অবশ্যই এটা বিশেষ একটা ম্যাচ, কারণ এটা ডার্বি। তাদের বিপক্ষে খেলাটা সব সময়ই কঠিন। আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়