ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘৪০ বছর পর্যন্ত খেলবে অ্যান্ডারসন’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘৪০ বছর পর্যন্ত খেলবে অ্যান্ডারসন’

ক্রীড়া ডেস্ক : বয়স ৩৬ হয়ে গেছে। তবে জেমস অ্যান্ডারসনের ধার এখনো যেন একটুও কমেনি। লর্ডস টেস্টে ইংল্যান্ড যে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিল, এর মূল কারিগর তো অ্যান্ডারসনই। ইংল্যান্ডের প্রধান কোচ ট্রেভর বেলিস মনে করেন, অ্যান্ডারসন ৪০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাবেন।

লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩ রানে ৯ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। সিরিজের দ্বিতীয় টেস্ট ইংল্যান্ড জিতেছে ইনিংস ও ১৫৯ রানে। অ্যান্ডারসনের পারফরম্যান্সের প্রতিফলন সোমবার প্রকাশিত আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং। ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি অ্যান্ডারসন ক্যারিয়ার সেরা ৯০৩ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। ১৯৮০ সালে ইয়ান বোথামের পর এই প্রথম কোনো ইংলিশ বোলার ৯০০ রেটিং ছুঁলেন।



অ্যান্ডারসনের টেস্ট উইকেটসংখ্যা এখন ৫৫৩। এর মধ্যে তার অভিষেক ভেন্যু লর্ডসেই পেয়েছেন একশর বেশি উইকেট। ফাস্ট বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটশিকারি গ্লেন ম্যাকগ্রাকে ছুঁতে অ্যান্ডারসনের প্রয়োজন আর ১০ উইকেট। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজেই যে তিনি অস্ট্রেলিয়ান গ্রেটকে ছাড়িয়ে যাবেন, তা বলাই যায়।

বেলিস মনে করেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে গেলে অ্যান্ডারসন বিশ্বের সেরা বোলার, ‘সে শুধুই ভালো নয়, যখন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয় তখন সে বিশ্বের সেরা। বিশেষ করে এই কন্ডিশনে।’

‘অনেক বোলার আছে যারা ৩০-৪০-এর মাঝামাঝি বয়সে খেলা ছেড়ে দেওয়া শুরু করে। যারা অনেক বেশি ভালো তারাই কেবল খেলা চালিয়ে যায়। অ্যান্ডারসনও দেখাচ্ছে যে, সে কতটা ভালো’- যোগ করেন ইংল্যান্ড কোচ।



অ্যান্ডারসন কাঁধের চোটের কারণে ভারত সিরিজের আগে ছয় সপ্তাহ বিশ্রামে ছিলেন। গত শুক্রবার জানিয়েছেন, তিনি নিজেকে বয়স্ক অনুভব করেন না এবং যতদিন সম্ভব খেলা চালিয়ে যাবেন, ‘আমার বয়স নিয়ে আমি কখনো ভাবি না। বলব না ২৮, তবে নিজেকে ৩২ বছর বয়সি মনে হয় আমার।’

বিলিসও মনে করেন, অ্যান্ডারসন যতদিন ফিট থাকবেন খেলা চালিয়ে যাবেন, ‘গত ১২-১৮ মাস ধরে সে কাঁধের সমস্যায় ভুগছে। তবে এই মুহূর্তে তাকে অনেক ভালো মনে হচ্ছে আমার। যতদিন পর্যন্ত সে শরীর ফিট রাখবে সে কেন আরো তিন-চার বছর খেলবে না।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়