ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সিনসিনাটি ওপেন

ফেদেরারের জয়, সেরেনার হার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেদেরারের জয়, সেরেনার হার

ক্রীড়া ডেস্ক : সিনসিনাটি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার। তবে মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস।

মঙ্গলবার ফেদেরার জার্মানির পিটার গোজোজিককে হারান ৬-৪, ৬-৪ গেমে। আর ২৩ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী সেরেনা অষ্টম বাছাই চেক রিপাবলিকের পেত্রো কেভিতোভার কাছে হেরেছেন ৬-৩, ২-৬, ৬-৩ গেমে।

২০১৫ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ফেদেরার ও সেরেনা- দুজনের এটি প্রথম সিনসিনাটি ওপেন।



সপ্তাহ দুয়েক আগে সান জোসেতে ক্যারিয়ারে সবচেয়ে বাজে হারের লজ্জায় ডুবতে হয়েছিল সেরেনাকে। ব্রিটেনের জোহানা কন্তার কাছে ৬-১, ৬-০ গেমে হেরে গিয়েছিলেন প্রাক্তন নম্বর ওয়ান তারকা। ওই ধাক্কা সামলে সিনসিনাটি ওপেনের প্রথম রাউন্ডে তিনি ডারিয়া গ্যাব্রিলোভাকে হারিয়েছিলেন সরাসরি সেটে। কিন্তু বিদায় নিলের পরের রাউন্ডেই।

আর ফেদেরার সিনসিনাটি ওপেনে জয়ের ধারাটা নিয়ে গেলেন টানা ১১ ম্যাচে। এখানে তিনি সবশেষ হেরেছিলেন ২০১৩ সালে কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের কাছে। নাদাল এবার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ফেদেরার শিরোপা জয়ের জন্যও ফেবারিট।



রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়