ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘বঙ্গবন্ধুর জন্যই তো এই বাংলাদেশ’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধুর জন্যই তো এই বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, একটা বিষয় সব সময় সত্য ছিল, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশই হতো কি না-সন্দেহ। বঙ্গবন্ধুর জন্যই তো এই বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগেও দিনটি পালন করে বিসিবি। তবে এবার মিরপুর শের-ই-বাংলার প্রাঙ্গণে বড় আয়োজনে দিনটি পালন করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজে উপস্থিত থেকে গরীবদের মাঝে খাবার বিতরণ করেন।



নাজমুল হাসান বলেন, ‘আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের আজকের দিনে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। ওনার পরিবারকে হত্যা করল। শেখ কামালের মতো একজন ক্রীড়া সংগঠককে হত্যা করা হলো। শেখ জামাল ভাইও ছিলেন। তাদের স্ত্রীদেরও হত্যা করা হয়েছিল। এমনকি শেখ রাসেলকেও হত্যা করা হয়েছিল। অকল্পনীয়। এর থেকে নিষ্ঠুর, বর্বর দিন, হত্যাকাণ্ড এর আগে কখনো হয়নি বাংলাদেশে। বিসিবি এর আগেও শোক দিবস পালন করেছে। তবে এবার বড়সড় করে বিসিবিতে এ আয়োজন করা হচ্ছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে দিনটি পালন করা হচ্ছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৮/ইয়াসিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়