ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘স্টোকসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘স্টোকসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’

ক্রীড়া ডেস্ক : হাঙ্গামার অভিযোগ থেকে নিস্তার পেয়েছেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডার ফিরেছেন ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দলেও। তবে ট্রেন্ট ব্রিজ টেস্টে তার একাদশে জায়গা পাওয়া নিশ্চিত নয় বলেই জানিয়েছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বিলিস। বরং বিলিস মনে করেন, স্টোকসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

ব্রিস্টলে গত বছরের ২৫ সেপ্টেম্বর নাইটক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে পড়ার পর গ্রেপ্তার হয়েছিলেন স্টোকস। যে মামলার শুনানি শুরু হয়েছিল গত ৬ আগস্ট। তবে গত মঙ্গলবারই আদালত স্টোকসকে বেকসুর খালাস করে দিয়েছে। এর ঘণ্টা দুয়েক পরই তাকে তৃতীয় টেস্টের দলে ফেরানো হয়।

সবকিছু ভালোভাবে মিটে যাওয়ায় স্বস্তি বোধ করছেন ইংল্যান্ড কোচ বিলিস। বৃহস্পতিবার বিলিস সাংবাদিকদের বলেছেন, ‘বেনের ব্যাপারে আমি এখন নিশ্চিন্ত। সবকিছু মিটে যাওয়ায় আনন্দও হচ্ছে। ও ইংল্যান্ড দলে ফেরাতেও আমি আশ্বস্ত এবং খুশি।’

প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেছেন, স্টোকস নিজেই এত তাড়াতাড়ি টেস্ট দলে ফিরতে রাজি হওয়ায় তিনি বেশ অবাক হয়েছেন। তবে বিলিস জানালেন, সিদ্ধান্তটা সম্মিলিতভাবেই নেওয়া হয়েছে।
 


‘এটা স্টোকস বা কারও একার সিন্ধান্ত নয়। যা কিছু ঠিক করার সম্মিলিতভাবে করা হয়েছে। আমি, টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং অ্যান্ডি ফ্লাওয়ার আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। এই সময় ওকে ক্রিকেটে ফিরিয়ে আনার চেয়ে ভালো কিছু হতে পারে না’- বলেন বিলিস।

শনিবার শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে স্টোকস যে একাদশে থাকবেন, এমন নিশ্চয়তাও দেননি বিলিস,  ‘এখানে অটোমেটিক চয়েজ বলে কিছু নেই। আমরা দেখব, ও মানসিক ও শারীরিকভাবে কতটা ঠিক আছে। আগামী দুই দিনের মধ্যে আমরা তা খুঁজে বের করব। আমি এখনো ওর সঙ্গে কথা বলিনি। ও কোন অবস্থায় আছে, সে বিষয়ে মূল্যায়ন করার জন্য পরবর্তী দুই দিন সময় আছে।’

মারামারির ঘটনার পরপরই সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল স্টোকসকে। ফলে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সফর মিস করেছিলেন তিনি। এরপর নিউজিল্যান্ড সফর দিয়ে ফেরেন ক্রিকেটে। তখন দলে ফিরে ড্রেসিংরুমে সতীর্থদের কাছে স্টোকস ক্ষমা চেয়েছিলেন বলে জানিয়েছেন বিলিস। একই কাজটা এবার তার প্রকাশ্যে করা উচিত কি না, এমন প্রশ্নে বিলিসের উত্তর, ‘অবশ্যই। আমার মনে হয়, দলের ক্রিকেটারদের কাছে, টিম ম্যানেজমেন্ট এবং ইসিবির কাছে স্টোকসের ক্ষমা চাওয়াটা গুরুত্বপূর্ণ।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়