ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গুজব ছড়ানোর অভিযোগে তরুণী আটক

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুজব ছড়ানোর অভিযোগে তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে ফারিয়া মাহজাবিন (২৮) নামে এক তরুণীকে আটক করেছে র‌্যাব-২। 

বৃহস্পতিবার  রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার হাজী আফসার উদ্দিন রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুক আইডি প্রোফাইল ও অডিও ক্লিপের একটি প্রিন্ট কপি উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম  বিষয়টি নিশ্চিত  করে জানান, জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়