ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেয়াল পিঠ ঠেকে গেছে ভারতের!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেয়াল পিঠ ঠেকে গেছে ভারতের!

ক্রীড়া ডেস্ক : পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ। প্রথম দুই টেস্টে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে সফরকারী ভারত। শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। এই টেস্টে হারলে সিরিজ হেরে যাবে কোহলি বাহিনী। তাই বিরাট কোহলি মনে করছেন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করার উপায় নেই তাদের। সিরিজ জিততে হলে পরবর্তী তিন টেস্টই জিততে হবে কোহলি-অশ্বিনদের।

তৃতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেন, ‘এই ম্যাচের আগে আমরা কেবল সেটা নিয়েই কথা বলেছি যেটা এখন আমাদের দলের দরকার। আসলে যখন দেয়ালে আপনার পিঠ ঠেকে যায় তখন আপনি আর কিছু ভাবতে পারেন না। আসলে বিষয়টিকে অন্য পয়েন্ট অব ভিউ থেকে দেখলে আমরা যে অবস্থার মধ্যে আছি সেটা খানিকটা ইতিবাচক। যেখানে আমরা আর কিছু ভাবার সুযোগ পাচ্ছি না। আমাদের সামনে একটি বিকল্পই রয়েছে, সেটা হচ্ছে এই ম্যাচ জেতা।’

তৃতীয় টেস্টের আগে অবশ্য ভারতের জন্য একটি সুখবর রয়েছে। জাসপ্রিত বুমরাহ খেলার জন্য পুরোপুরি ফিট। কোহলি বলেন, ‘আমরা খুবই খুশি যে বুমরাহ পুরোপুরি সুস্থ্য। টেস্ট ক্রিকেটে যে এরিয়ায় বল করতে হয় সেখানে ধারাবাহিকভাবে বল করতে পারে বুমরাহ। ইতিমধ্যে সেটা সে দক্ষিণ আফ্রিকায় দেখিয়েছে। সে এমনই একজন বোলার যে ব্যাটসম্যানদের অস্বস্তির কারণ। সে ফেরায় আমরা আনন্দিত।’

তৃতীয় টেস্টে ভারত একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাবে কিনা জানতে চাইলে কোহলি বলেন, ‘আসলে এটা উইকেটের উপর নির্ভর করবে। যদি পিচ থেকে বোলাররা যথেষ্ট সুবিধা পায় তাহলে হয়তো একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর কথা চিন্তা করা যাবে। একজন অতিরিক্ত ব্যাটসম্যান নাকি বোলার খেলানো হবে সেটা পুরোটাই নির্ভর করছে পিচের উপর।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়