ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রিয়াল মাদ্রিদের পর বার্সেলোনা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়াল মাদ্রিদের পর বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি আর বার্সেলোনা যেন জড়িয়ে আছে একে অন্যের সঙ্গে। ক্লাবের সকল ইতিহাসের সঙ্গে যুক্ত রয়েছে মেসির নাম। বড় কিংবা ছোট অর্জন লিওনেল মেসি মানেই বার্সেলোনা, বার্সেলোনা মানেই লিওনেল মেসি।

ফুটবল বিশ্ব এর প্রমাণ পেল আরেকবার। শনিবার রাতে বার্সেলোনা ৩-০ গোলে হারায় দেপোর্তিভো আলাভেসকে। ম্যাচে জোড়া গোল করেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের পা ছুঁয়ে আসা প্রথম গোলের সুবাদে লা লিগায় ৬০০০তম গোলের স্বাদ পায় বার্সেলোনা। ম্যাচের ৬৪ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন মেসি। আর এ গোলের সুবাদে ৬০০০তম গোলের মাইলস্টোন স্পর্শ করে কাতালান ক্লাবটি। 
 


এর আগে লিওনেল মেসি ক্লাবের ৫০০০তম গোলটিও করেছিলেন। সেটা ২০০৯ সালে। বার্সেলোনার ৬০০২ গোলে মেসির অবদান ৩৮৫ গোল। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে এমন কীর্তি গড়ল বার্সেলোনা। লা লিগায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গোল ৬০৪১টি।  

এক নজরে বার্সেলোনার ১ থেকে ৬০০০ গোল

প্রথম গোল – ম্যানুয়েল পেরেরা (১৯২৯ সাল)

১০০০তম গোল- মার্কোস অরেলিও (১৯৫০ সাল)

২০০০তম গোল- পেড্রো থমাস ঝাবাল্লা (১৯৬৪ সাল)

৩০০০তম গোল-কুইনি (১৯৮২ সাল)

৪০০০তম গোল-জুয়েলারমো অমোর (১৯৯৬ সাল)

৫০০০তম গোল- লিওনেল মেসি (২০০৯ সাল)

৬০০০তম গোল-লিওনেল মেসি (২০১৮ সাল)




রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়