ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লোকেশন নির্ভর দারুণ গল্প নিয়ে কাজ করেছি : চয়নিকা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৪, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লোকেশন নির্ভর দারুণ গল্প নিয়ে কাজ করেছি : চয়নিকা

চয়নিকা চৌধুরী

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় পরিচালক চয়নিকা চৌধুরী। নির্মাতা হিসেবে অসংখ্য দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। নিয়মিত নাটক-টেলিফিল্ম রচনা ও পরিচালনার পাশাপাশি বিশেষ দিন উপলক্ষেও ভিন্ন ঘরানার কাজ উপহার দিয়ে থাকেন চয়নিকা।

ঈদুল আজহা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন একক নাটক ‘তোমার আমার কথা’, ‘মেঘ প্রান্তরে একা’, ‘সোনালী দিন’, ‘মোটরসাইকেল’, ‘কোন এক বর্ষায়’, ‘আহা প্রেম’, টেলিফিল্ম ‘চাঁদের আলোয়’, ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’ ও ‘স্বপ্নগুলো তোমায় খোঁজে’।

ঈদের এসব কাজ নিয়ে আশাবাদ ব্যক্ত করে চয়নিকা চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘আমার নাটক-টেলিফিল্মের সমস্ত লেখকদের প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাকে দারুণ সব গল্প দিয়েছেন। প্রত্যেকটি গল্প লোকেশন নির্ভর। অনেক সময় দেখা যায় চিত্রনাট্য খুব সুন্দর কিন্তু লোকেশন খুব বাজে। লোকেশনের জন্য গল্পে নেতিবাচক প্রভাব পড়ে। লোকেশন নির্ভর গল্প নিয়ে এবার কাজ করেছি। এসব নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন সব শক্তিমান অভিনয়শিল্পীরা। সবার মতামতসহ ক্যাপ্টেনশিপ নিয়ে কাজগুলো করেছি। এবার লোকেশন নির্ভর দারুণ গল্পে দারুণ অভিনয়সহ সমৃদ্ধ কাজ দেখতে পারবেন দর্শকরা।’



ঈদের প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৭টায় গাজী টিভিতে প্রচারিত হবে ‘তোমার আমার কথা’। ফারিয়া হোসেন রচিত এ নাটকে অভিনয় করেছেন- সুবর্ণা মুস্তাফা, রিচি সোলায়মান, শাহেদ শরীফ খান।

ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে  টেলিফিল্ম ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’। ফারিয়া হোসেন রচিত এ টেলিফিল্মে  অভিনয় করেছেন-আবুল হায়াত, মেহজাবিন চৌধুরী, জোভান, ফারজানা রিক্তা। এদিন আরটিভিতে রাত ১০টায় প্রচারিত হবে ‘মেঘ প্রান্তরে একা’ নাটকটি। এটি রচনাও করেছেন  চয়নিকা চৌধুরী।  অভিনয় করেছেন-আনিসুর রহমান মিলন, ঊর্মিলা শ্রাবন্তী কর, নাজিরা মৌ প্রমুখ। একই দিন বিটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘সোনালী দিন’। এটি রচনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আবুল হায়াত, শমির্লী আহমেদ, রুনা খান, নাসিম আহমেদ, সুবর্ণ কাজল, সাব্বির প্রমুখ। এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।



ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১১টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম ‘স্বপ্নগুলো তোমায় খোঁজে’। ফারিয়া হোসেন রচিত এ নাটকে অভিনয় করেছেন-রিচি সোলায়মান, আব্দুন নূর সজল, তাসনিয়া ফারিন, মিলি বাশার ও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আলিফ চৌধুরীকে।

ঈদের চতুর্থ দিন সন্ধ্যা সাড়ে সাতটায় দেশ টিভিতে প্রচারিত হবে একক নাটক ‘মোটরসাইকেল’। এজাজ মুন্না রচিত এ নাটকে অভিনয় করেছেন-শহীদুজ্জামান সেলিম, জোভান, স্নিগ্ধা মোমিন, আজম খান।

ঈদের ষষ্ঠ দিন রাত সাড়ে আটটায় এটিএন বাংলায় প্রচারিত হবে একক নাটক ‘কোন এক বর্ষায়’। বদরুল আনাম সৌদের মূল গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন সুবর্ণা মুস্তাফা। এতে অভিনয় করেছেন-ডলি জহুর,  সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান। এদিন সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে একক নাটক ‘আহা প্রেম’। ইফফাত আরেফিন মাহমুদ তন্বী রচিত এ নাটকে অভিনয় করেছেন-শর্মিলা আহমেদ, সজল, মেহজাবিন চৌধুরী, সুবর্ণ কাজল, আজম খান।



ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে  টেলিফিল্ম ‘চাঁদের আলোয়’। ইফফাত আরেফিন মাহমুদ তন্বী রচিত এ নাটকে অভিনয় করেছেন-শহীদুজ্জামান সেলিম, মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, অর্ষা, ফুয়াদ, আজম খান।




রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়