ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এশিয়ান গেমস হকিতে ওমানকে হারাল বাংলাদেশ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়ান গেমস হকিতে ওমানকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : সম্প্রতি আন্তর্জাতিক হকিতে ওমান বেশ শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠেছে।

জাকার্তায় চলামান এশিয়ান গেমস হকিতে সেই দলটিকে হারানো বাংলাদেশের জন্য ছিল অনেকটাই চ্যালেঞ্জিং। তবে শক্তিশালী সেই দলটিকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে দারুন সূচনা করেছে বাংলাদেশ দল।

ওমানের বিপক্ষে জয়ের ম্যাচে বাংলাদেশের হয়ে গোল পেয়েছেন আরশাদ হোসেন ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাংলাদেশ দলের হয়ে প্রথম গোলটি করেন আরশাদ। ১৪ মিনিটে তার গোলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি ওমান। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জুমা সেলিম ওমানকে সমতায় ফেরান। তবে এর ৫ মিনিট পরেই এগিয়ে যায় বাংলাদেশ দল। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ২৮ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচের বাকি অর্ধে জালের দেখা পায়নি কোনো দলই। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় লাল-সবুজের জার্সিধারীরা। আগামী ২২ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে জিমি-চয়নরা।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়