ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কুমিল্লায় কোরবানির বর্জ্য রাত ১১টার মধ্যে অপসারণ : মেয়র

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় কোরবানির বর্জ্য রাত ১১টার মধ্যে অপসারণ : মেয়র

কুমিল্লা প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার দিন কোরবানি শেষ হওয়ার ১০ ঘণ্টার মধ্যে কুমিল্লা নগরীর পশুবর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু।

কোরবানির দিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত ২৭টি ওয়ার্ডে ২৯টি ট্রাকের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হবে। কোরবানির বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখার জন্য সাড়ে ১৫ হাজার ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

নগরীর ২৭টি ওয়ার্ডের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ প্রাঙ্গণ, খেলার মাঠ এবং খালি জায়গায় ১৯১টি স্থানে কোরবানির পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও ৩৬৪ জন লোক এ সব বর্জ্য অপসারণের দায়িত্বে নিয়োজিত থাকবে।



রাইজিংবিডি/কুমিল্লা/২০ আগস্ট ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়