ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লিভারপুল থেকে বেসিকতাসে যাচ্ছেন কারিয়াস

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিভারপুল থেকে বেসিকতাসে যাচ্ছেন কারিয়াস

ক্রীড়া ডেস্ক: তুরস্কের ক্লাব বেসিকতাসের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইংলিশ লিগের ক্লাব লিভারপুল। আগামী দুই বছরের জন্য বেসিকতাসের হয়ে ধারে খেলতে যাবেন অলরেডসদের জার্মান গোলরক্ষক লরিস কারিয়াস।

গত ২৬ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের গোলপোস্টের নিচে ছিলেন কারিয়াস। ম্যাচটিতে ৪-২ গোলে হারে লিভারপুল। ওই ম্যাচে কারিয়াসের দুটি ভুলে শেষপর্যন্ত শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ। ওই হারের পরও আর লিভারপুলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি করিয়াস। অবশেষ জার্মান এ গোলরক্ষককে বেসিকতাসের কাছে ধারে ছেড়ে দিতে একমত হয়েছে আনফিল্ডের ক্লাবটি।

জুলাইয়ে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে অ্যালিসনকে শিবিরে ভেড়ায় লিভারপুল। মূলত তার দলে যোগ দেওয়ার পর থেকেই কারিয়াসের প্রতি আগ্রহ হারায় লিভারপুল। গত সোমবারও দলের সঙ্গে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে সফরে গিয়েছিলেন কারিয়াস। কিন্তু শেষপর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি তার।




রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়