ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আমার রেকর্ড ভাঙলে অ্যান্ডারসনকে কেউ টপকাতে পারবে না’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমার রেকর্ড ভাঙলে অ্যান্ডারসনকে কেউ টপকাতে পারবে না’

অ্যান্ডারসনের কাছে নিজের রেকর্ড হারাচ্ছেন বলে খুশিই ম্যাকগ্রা

ক্রীড়া ডেস্ক : আর ৭ উইকেট পেলেই উইকেটসংখ্যায় টেস্ট ইতিহাসের সবচেয়ে সফলতম ফাস্ট বোলার হয়ে যাবেন জেমস অ্যান্ডারসন। রেকর্ডটা এখন যার দখলে সেই গ্লেন ম্যাকগ্রা বলছেন, অ্যান্ডারসন রেকর্ডটা ভাঙলে আর কেউ তাকে টপকাতে পারবে না।

অস্ট্রেলিয়ান গ্রেট ম্যাকগ্রা ২০০৭ সালে অবসরে যাওয়ার আগে নিয়েছেন ৫৬৩ উইকেট। অ্যান্ডারসনের উইকেট এখন ৫৫৭টি। ম্যাকগ্রা মনে করন, সাউদাম্পটনে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টেই হয়ত অ্যান্ডারসন তাকে ছাড়িয়ে যাবেন।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলে লেখা কলামে ম্যাকগ্রা বলেছেন, ‘অ্যান্ডারসনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে। তার জন্য শুভ কামনা রইল। আমি বিশ্বাস করি, সে একবার আমাকে টপকে গেলে সে কখনো হার মানবে না।'

অ্যান্ডারসনের কাছে রেকর্ডটা হারাচ্ছেন বলে গর্বিতও ‘দ্য পিজিওন’, ‘রেকর্ডগুলো দুর্দান্ত এবং অন্য ফাস্ট বোলারদের চেয়ে অনেক বেশি উইকেট নেওয়ায় আমি গর্বিত। কিন্তু এই রেকর্ডগুলোকে টপকে যাবার জন্য কেউ আছে এবং আমি অ্যান্ডারসনের জন্যও গর্বিত হবো যখন সে আমাকে টপকে যাবে। কারণ, ফাস্ট বোলার হিসেবে আমাদের ইউনিয়নে এক থাকতে হবে, যে দেশ থেকেই আসি না কেন।’

অন্য কেউ কেন অ্যান্ডারসনকে টপকাতে পারবে না, তার কারণও ব্যাখ্যা করলেন ম্যাকগ্রা, ‘জিমি যখন আমাকে ছাড়িয়ে যাবে তখন সে কোথায় গিয়ে থামে সেটা দেখা মজার ব্যাপার হবে। আজকাল খেলার ধরন ও টি-টোয়েন্টি ক্রিকেটের আধিক্য দেখে আমি বিশ্বাস করি, কোনো ফাস্ট বোলার কখনো তাকে টপকাতে পারবে না।’

অ্যান্ডারসনের ক্লাস নিয়েও কোনো সন্দেহ নেই প্রাক্তন অসি পেসারের, ‘আমি সব সময় বলে এসেছি, জিমি দারুণ একজন বোলার। আমার শেষ টেস্ট সিরিজে আমি তার বিপক্ষে খেলেছি। সে দুই দিকেই বল সুইং করাতে পারে। এটা একটা শিল্প। সবাই এটা করতে পারে না। আমি শুধু ওয়াসিম আকরামের কথা বলতে পারি, যে ক্রিকেটের আরেক সেরা। সেও এটা দারুণভাবে করতে পারত।’

এখন অ্যান্ডারসনের বয়স ৩৬। তিনি যদিও নিজেকে ৩২ বছর বয়সি অনুভব করেন। সপ্তাহ দুইয়ে আগে ১৯৮০ সালের পর কোনো ইংলিশ বোলার হিসেবে সর্বোচ্চ রেটিং অর্জন করেছেন। এবং ইংল্যান্ড কোচ ট্রেভর বিলিস মনে করেন, । ম্যাকগ্রার অবশ্য এটা নিয়ে কিছুটা সন্দেহ আছে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়