ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাজির ছাড়া জামিন বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাজির ছাড়া জামিন বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে আদালতে হাজির না হলে তার জামিন থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বুধবার সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।

আজ মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে আদালতে হাজির করতে চাইলে তিনি যেতে অনিচ্ছুক বলে জানান।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিন বাড়ানোর আবেদন করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, যেহেতু খালেদা জিয়া আদালতে আসতে ইচ্ছুক নয়, সেই ক্ষেত্রে তার অনুপস্থিতিতে মামলার কাজ চালিয়ে নেওয়া যায় কি না এবং তিনি না আসলে তার জামিন থাকবে কি না সেক্ষেত্রে শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন। 



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়