ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৃষ্টি ও বজ্রপাতে সাফের সেমিফাইনাল বন্ধ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টি ও বজ্রপাতে সাফের সেমিফাইনাল বন্ধ

ক্রীড়া প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নেপাল ও মালদ্বীপ। বিকেল চারটায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও বিটিভি।

ম্যাচের ২০ মিনিট হওয়ার পর পরই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই খেলা চলতে থাকে। বৃষ্টির সঙ্গে এক সময় মুহূর্মুহ বজ্রপাত হতে শুরু করে। এই অবস্থায় ২৭ মিনিটের সময় ম্যাচ পরিচালনা বন্ধ করে দেন রেফারিরা। উভয় দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাগণ মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যান। বৃষ্টি থামলে ৪৭ মিনিটের মাথায় তারা আবার মাঠে ফিরে আসেন। বিকেল ৫টায় আবার শুরু হবে খেলা।

খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত মালদ্বীপ ১-০ গোলে এগিয়ে রয়েছে।  ম্যাচের ৯ মিনিটে মালদ্বীপের আকরাম আব্দুল ঘানী ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে নেন দলকে।



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়