ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই : মাহমুদউল্লাহ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই : মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক: এশিয়া কাপে অংশগ্রহণকারী প্রতিটি দল শক্তিশালী। তাই স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই বাংলাদেশ দলের, জানিয়েছেন দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুশীলন করেছে মাশরাফি বিন মুর্তজার দল। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। ভোরে দুবাই পৌঁছে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন তামিম ইকবাল। গতকাল রাতেই পৌঁছে যান রুবেল হোসেন। দুজনই আজ দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।

আগামী শনিবার বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচ দিয়েই মাঠে গড়াবে এশিয়া কাপের ১৪তম আসর। শেষ তিন আসরে স্বাগতিক ছিল বাংলাদেশ দল। এবার সংযুক্ত আরব আমিরাতে বসেছে এশিয়ার মহারণ। জয় দিয়ে মিশন শুরু করতে চায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে হারানো ততটাও সহজ হবে না। দুই দলের শেষ মুখোমুখিতে হেরেছে বাংলাদেশ। সেই দুঃস্মৃতি কাটিয়ে বাংলাদেশ জিততে পারে কিনা সেটাই দেখার। শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ হলেও জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির।

মাহমুদউল্লাহ বলেছেন,‘শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কিছু স্মৃতি আছে। তবে শ্রীলঙ্কা শক্তিশালী দল এবং তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাদের হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। আমরা দেশে থাকতে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি ভালো কিছু করতে পারবো। আমরা শ্রীলঙ্কাকে হারাতে আত্মবিশ্বাসী।’

স্বস্তির কোনো সুযোগ নেই জানিয়ে মাহমুদউল্লাহ আরও বলেন,‘সবগুলো দলই এখন ভালো ক্রিকেট খেলছে। প্রতিটি দলই গুরুত্বপূর্ণ, সুতরাং স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। আর আমরা পুরো আসরকে একটা একটা ম্যাচে ভাগ করে চিন্তা করতে চাই। এতে প্রথম দিকে ভালো কিছু করতে পারবো।’

বড় টুর্নামেন্টে সব সময়ই মাহমুদউল্লাহ জ্বলে উঠেন। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ডানহাতি ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ শুনিয়েছেন ব্যক্তিগত লক্ষ্যের কথাও, ‘ব্যক্তিগতভাবে এশিয়া কাপে কিছু করার চেষ্টা করব। দলের জন্য অবদান রাখতে পারলে ভালো লাগে, সেই ভালো লাগা আরও বেড়ে যায় যদি দল জেতে। ব্যাপারটা সহজভাবে দেখতে চাই এবং যতটা সম্ভব ভালো করতে চাই।’

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন চাইলেন মাহমুদউল্লাহ,‘এখানে প্রচুর বাংলাদেশি থাকেন। সুতরাং অনেক বেশি সমর্থন পাবো বলেই বিশ্বাস করছি। আশা করি তারা মাঠে আসবেন, আমাদের সাপোর্ট করবেন এবং আমরা তাদের জন্য ভালো কিছু করবো।’


 


রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়