ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃষ্টিকে দুষলেন নেপালের কোচ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টিকে দুষলেন নেপালের কোচ

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো সাফের ফাইনালে খেলার হাতছানি ছিল নেপালের সামনে। শক্তিমত্তার বিচারে তারা ফাইনালে যাওয়ার দাবিদারও ছিল। কিন্তু টস ভাগ্যে সেমিফাইনালে আসা মালদ্বীপের বাঁধা পেরুতে পারেনি। বৃষ্টি বিঘিœত ম্যাচে মালদ্বীপের কাছে তারা হেরে গেছে ৩-০ ব্যবধানে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ফাইনাল খেলার স্বপ্নের সলিল সমাধি হয়েছে নেপালের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন নেপালের কোচ বাল গোপাল মহারাজন। তিনি মনে করেন বৃষ্টিই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে, ‘শুরুতে গোল হজম করেও কিন্তু আমরা লড়াইয়ে ছিলাম। একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ছেলেরা যে রিদমে খেলছিল সেটা হারিয়ে যায়। মাঠ ভেজা থাকায় স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি ছেলেরা। তারপরও ছেলেরা অনেক চেষ্টা করেছে। আমি তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট। আমাদের ভাগ্য আজ আমাদের সঙ্গে ছিল না।’

মালদ্বীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘মালদ্বীপকে অভিনন্দন। তারা দারুণ ফুটবল খেলেছে। তাদের গতি, তাদের পাস, আক্রমণ, টেকনিক-ট্যাকটিস ভালো ছিল। যোগ্য দল হিসেবেই তারা আজ জিতেছে। তাদের জন্য শুভ কামনা।’



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়