ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একটি নৌকায় করে আসা সাতজন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোররাত ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলার চর সীমান্ত পয়েন্ট দিয়ে ওই  নৌকাটি অনুপ্রবেশের চেষ্টা করে। নৌকায় থাকা সাতজনই পুরুষ।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সে জন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। আটক করা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে অভিযানের নামে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতন, বাড়ি-ঘরে আগুন ও গণধর্ষণ চালাতে শুরু করে। প্রাণে বাঁচতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে।



রাইজিংবিডি/কক্সবাজার/১৪ সেপ্টেম্বর ২০১৮/রুবেল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়