ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেসিকে বদলে দিয়েছে অধিনায়কত্ব

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসিকে বদলে দিয়েছে অধিনায়কত্ব

ক্রীড়া ডেস্ক: অভিজ্ঞ আন্দ্রেস ইনিয়েস্তা ন্যু ক্যাম্প ছাড়ায় বার্সেলোনার অধিনায়কত্বের দায়িত্ব চাপে লিওনেল মেসির কাঁধে। গত আগস্টে দায়িত্ব পাওয়ার পর মেসির নেতৃত্বে দারুণ খেলছে কাতালান ক্লাবটি। বার্সায় মেসির অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ।

স্প্যানিশ লা লিগায় এবার এখনো শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা। এই আত্মবিশ্বাস ধরে রেখেই আজ চ্যাম্পিয়নস লিগে পিএসভির মুখোমুখি হবে ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামার আগে নেতৃত্ব নিয়ে দলের সেরা তারকাকে প্রশংসায় ভাসালেন বার্তোমেউ।

ওন্ডা সিয়েরোকে দেওয়া এক সাক্ষাতকারে বার্সা সভাপতি বার্তোমেউ বলেন, ‘মেসি এখানে খুব আনন্দে আছে। বার্সেলোনার হয়ে শিরোপা জেতাটা চালিয়ে যেতে সে খুব আনন্দিত ও রোমাঞ্চিত রয়েছে।’

বার্সার অধিনায়কত্বের প্রশংসা করে বার্তোমেউ বলেন, ‘মেসি এখানে পরিবর্তন নিয়ে এসেছেন। সে দলের অধিনায়কত্ব ও দায় দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

লা লিগার প্রচার বাড়াতে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের কথা বলা হচ্ছে। আগামী বছরের শুরুতে জিরোনার বিপক্ষে লা লিগার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলতে রাজি হয়েছে বার্সেলোনা। এ প্রসঙ্গে বার্সা সভাপতির বক্তব্য, ‘লা লিগা প্রস্তাব করেছিল যে আমরা বাইরে একটা ম্যাচ খেলি। আর এই পরিকল্পনাকে ভালোই মনে হলো। লিগটির প্রসারে আমাদের দায়িত্ব আছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়