ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পেট্রোল বোমাসহ ৫ শিবিরকর্মী গ্রেপ্তার

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেট্রোল বোমাসহ ৫ শিবিরকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদদাতা : নাশকতার পরিকল্পনার অভিযোগে সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা গ্রাম থেকে ছয়টি পেট্রোল বোমাসহ পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন জানপুর মহল্লার সোলায়মান শেখের ছেলে হাফিজুল ইসলাম (২২), পাচঠাকুরীর নিজাম উদ্দিনের দুই ছেলে নাসির উদ্দিন (১৯) ও ওবায়দুল হক নাঈম (১৬), চরছোনগাছা মধ্যপাড়ার আব্দুল খালেকের ছেলে সবুজ ইসলাম (১৯) এবং চরছোনগাছার শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯)।

এর আগে শুক্রবার দুপুরে সদর উপজেলার ছোনগাছা মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ছোনগাছা মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদের সামনে জমায়েত হয়ে বেশ কিছু শিবিরকর্মী সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

তিনি জানান, এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এরা সবাই ছাত্রশিবিরের কর্মী।




রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২২ সেপ্টেম্বর ২০১৮/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়